প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা জানতে চেয়ে মামলা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এই জানতে চাওয়ার কারণে মোটা অঙ্কের জরিমানা গুনতে হলো কেজরিওয়ালকে।
গুজরাট হাই কোর্ট গতকাল সাফ জানিয়ে দিয়েছেন, মোদির শিক্ষাগত যোগ্যতা প্রকাশ্যে আনা অপ্রয়োজনীয়। অহেতুক মামলা করায় দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হলো। চার সপ্তাহের মধ্যে সেই টাকা জমা করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।
আদালতের রায়ের কথা শুনে কেজরিওয়াল বলেন, ‘দেশের মানুষের কি জানার অধিকার নেই আমাদের প্রধানমন্ত্রী কতটা শিক্ষিত? ওরা আদালতে ডিগ্রি দেখাতে এত আপত্তি করছেন কেন? যে ব্যক্তি ডিগ্রি দেখতে চাইলেন, তাঁকেই জরিমানা করা হলো? কী হচ্ছে এসব! একজন অশিক্ষিত বা স্বল্পশিক্ষিত প্রধানমন্ত্রী দেশের জন্য বিপজ্জনক।’ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রিসংক্রান্ত তথ্য প্রকাশ্য আনার দাবিতে বছর সাতেক আগে ওই মামলাটি করেন।
আহমেদাবাদে মোদিবিরোধী পোস্টার, গ্রেফতার আট : সারা দেশে মোদিবিরোধী প্রচার শুরু করেছে আম আদমি পার্টি। তারই অঙ্গ হিসেবে গুজরাটের আহমেদাবাদের বিভিন্ন এলাকা ছেয়ে গিয়েছিল ‘মোদি হঠাও দেশ বাঁচাও’ পোস্টারে। এ পোস্টার কান্ডে যুক্ত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে। কিছুদিন আগে দিল্লিতেও দেখা গিয়েছিল একই ছবি। বিভিন্ন এলাকায় লাগানো হয়েছিল মোদিবিরোধী পোস্টার। এ ঘটনায় একাধিক এফআইআরের পাশাপাশি ধরপাকড়ও করেছিল পুলিশ। গুজরাটে আপপ্রধান ইসুদান গাধভি বলেছেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে, তারা আপ কর্মী।’ তার দাবি, ভয় পেয়েই আপ কর্মীদের গ্রেফতার করিয়েছে বিজেপি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।