রাজধানীর মোহাম্মদপুর শিক্ষা থানার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ। এ থানার শ্রেষ্ঠ স্কুল নির্বাাচিত হয়েছে মোহাম্মদপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আর এ থানায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা।
জাতীয় শিক্ষা সপ্তাহে মোহাম্মদপুর থানা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে এ প্রতিষ্ঠানগুলো। গতকাল শনিবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। মোহাম্মদপুর শিক্ষা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাজু আহমেদ স্বাক্ষরিত তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, এ থানার কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক। মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল আলিম রিজভী।
এ থানায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদুল আলম ভূঁইয়া। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক ড. রুমানা আফরোজ। আর মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. আব্দুল মইদ।
এ থানায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী উজান মজুমদার। কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী নৈঋতা হালদার। আর মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ ইমাম হুসাইন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।