বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক পদে যোগ দিয়েছেন মৎস্য ও পুষ্টিবিজ্ঞানী ড. জুলফিকার আলী। এর আগে মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে তিনি একই ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সদর দপ্তরের গবেষণা ও ব্যবস্থাপনা এবং পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগে দায়িত্ব পালন করেন।
ড. জুলফিকার আলী বিশ্বব্যাংকের অর্থায়নে ২০০১ খ্রিষ্টাব্দে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্ট্যার্লিং থেকে ফিশ নিউট্রিশন ও ফিড টেকনোলজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ফিশারিজ ইন ফিশারিজ টেকনোলজিতে ১ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
১৯৮৯ খ্রিষ্টাব্দে তিনি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহে স্বাদুপানি কেন্দ্রের মৎস্য খাদ্য ও পুষ্টি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
জুলফিকার আলীর জন্ম নীলফামারীর কিশোরীগঞ্জে।