চতুর্থ সমাবর্তনের ঘোষণা করে রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশন চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। রেজিস্ট্রেশন পদ্ধতি: https://convocation.just.edu.bd লিংকে ক্লিক করে Personal information, Degree information. Address ও Guest-এর তথ্য প্রদান এবং অন্যান্য যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক প্রদান করে ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ফি পরিশোধের পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না বিধায় ফি পরিশোধের আগে তথ্য পূরণের সময় সতর্কতার সঙ্গে সব তথ্য সঠিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশন ফি: স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি প্রোগ্রামের প্রতিটির জন্য ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি চার হাজার টাকা।
তবে একাধিক প্রোগ্রামের জন্য চার হাজার টাকার সঙ্গে অতিরিক্ত দুই হাজার টাকা পরিশোধ করতে হবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুজন অতিথি সঙ্গে আনতে পারবেন। প্রতিজন অতিথির জন্য ধার্যকৃত রেজিস্ট্রেশন ফিস পাঁচ শ টাকা। একজন শিক্ষার্থীকে মোট ফির সঙ্গে অতিরিক্ত প্রসেসিং ফি বাবদ পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে। রেজিস্ট্রেশন ফি সরাসরি এবং অনলাইনে পরিশোধ করা যাবে। বিস্তারিত তথ্য যবিপ্রবির ওয়েবসাইটে পাওয়া যাবে।