যশোর একটি পাবলিক কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিনামা প্রস্তুত ও সরকারের কাছে পাঠানোর বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে রোববার যশোর প্রেস ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আয়োজিত সংলাপে প্রধান আলোচক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাহিন ইকবাল। সঞ্চালনা করেন শিক্ষক বিমল রায়।
এতে বক্তব্য দেন শিক্ষা ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ মোস্তাক মোরশেদ, শিক্ষাবিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তার প্রকাশক শ্রাবস্তী আহমেদ, দৈনিক রানার সম্পাদক আর এম কবিরুল আলম দীপু, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, আইনজীবী বাসুদেব বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, প্রধান শিক্ষক খান জাহান আলী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রাশেদ খান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিষয়ে ফাউন্ডেশনের বিগত কর্মসূচি ও আগামী কর্মপন্থা তুলে ধরেন। বক্তারা দেশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গুরুত্ব এবং যশোরের বিশেষ আবশ্যকতার বিষয়টি ব্যাখা করেন।
তারা বলেন জনাধিক্যের এ দেশে বিশাল জনগোষ্ঠির খাদ্য চাহিদা পূরণ করে উৎপাদিত ফসল বিদেশে রফতানি করে বাংলাদেশ বৈদেশিক অর্থ অর্জন করতে পারে। এজন্য প্রয়োজন কৃষি গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন। এজন্য কৃষি বিশ্ববিদ্যালয় সর্বাধিক ভূমিকা রাখবে।
প্রধান আলোচক প্রফেসর ড. সাইফুল ইসলাম বলেন, জাপানের জাইকার অর্থ সহযোগিতায় দেশে একটি কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিষয়ে তিনি প্রায় ২০ বছর যাবত জাপান সরকার বা জাইকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তিনি ইতিমধ্যে যশোর নড়াইল মহাসড়কে বাঘারপাড়ার জামদিয়াতে জাপান বাংলাদেশ কৃষি ও প্রযুক্তি কলেজ প্রতিষ্ঠা করেছেন। এটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এমপিওভুক্ত।
প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয়টি তিনি সেখানে বা যশোর জেলার সুবিধাজনক স্থানে স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে তাকে সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় গ্রান্টস কমিশন(ইউজিসি) পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপনের অনুরোধ করা হয়।
পরে আগামী ডিসেম্বরে এ বিষয়ে যশোরের সৃজনশীলদের সমন্বয়ে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়। সেমিনারে অংশগ্রহণে আগ্রহীদের যশোরে রেল রোড শিক্ষা ফাউন্ডেশন অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।