ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি প্রবীর ঘোষ প্রয়াত হয়েছেন। পশ্চিমবঙ্গের দমদমে নিজ ফ্ল্যাটে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রবীর ঘোষ দশকের পর দশক যুক্তির মাধ্যমে অলৌকিক শক্তির প্রয়োগের মাধ্যমে মানুষকে প্রতারিত করার চেষ্টাকে চরম আক্রমণ করে গেছেন। অলৌকিক শক্তির নামে জনসাধারণকে ঠকানোর চেষ্টাকে যুক্তি দিয়ে খণ্ডন করেছেন।
এর পাশাপাশি তিনি লিখেছেন বহু বই। এর মাধ্যমে প্রবীর ঘোষ ধর্মীয় মৌলবাদের বিপক্ষে গড়ে তুলেছিলেন বিজ্ঞান ও যুক্তিবাদের দর্শনে লড়াই। জীবনভর অসংখ্য স্বষোষিত গডম্যানের মুখোশ খুলে দিয়েছিলেন তিনি। সেই বিবেচনায় তার মৃত্যু কার্যতই একটি যুগাবসান।
বাংলাদেশের (তৎকালীন পূর্ববঙ্গ) ফরিদপুরে জন্মগ্রহণের পর পশ্চিমবঙ্গের খড়গপুরে চলে আসেন সপরিবারে। চাকরি করেছেন স্টেট ব্যাংকে। এরই পাশাপাশি যুক্তিবাদী আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে বুজরুকদের মুখোশ খোলার কাজ করে গিয়েছেন। ১৯৯৯ খ্রিষ্টাব্দের চাকরি ছেড়ে সংগঠনের কাজেই সম্পূর্ণভাবে মনোনিবেশ করেন প্রবীর ঘোষ।