যে কারণে ভর্তি বাতিল হচ্ছে ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করতে নির্দেশ দিয়েছে সরকার। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টে শিক্ষা অধিদপ্তরের জমা দেয়া এ সংক্রান্ত একটি প্রতিবেদনের সূত্রে এ তথ্য জানা যায়। 

এক রিট আবেদনের ধারাবাহিকতায় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার চিঠিটি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে হাইকোর্ট মাউশির ওই সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে হলফনামা আকারে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে আগামী ৬ মার্চ আদালতে প্রতিবেদন (কমপ্লায়েন্স) দিতে নির্দেশ দিয়েছেন।

আগে গত ১৪ জানুয়ারি প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা অনুসরণ না করে ভর্তি নেয়ায় রিট আবেদন করেছিলেন ভর্তিচ্ছু শিশুদের দুই অভিভাবক।

যে কারণে ভর্তি বাতিল হচ্ছে :

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (বেসরকারি মাধ্যমিক-১ শাখা) কর্তৃক গত বছরের ২৩ অক্টোবর জারিকৃত স্মারকে শিক্ষার্থীর বয়স বিষয়ে বলা হয়, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী ১ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ বছর হতে হবে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ গত ১৯ অক্টোবর ভর্তি  বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেণিতে বয়সসীমা নির্ধারণে জন্ম তারিখ ২০১৭ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি থেকে ঐ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। ঐ ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৭ খ্রিষ্টাব্দের পূর্বে জন্মগ্রহণকারী সব শিক্ষার্থী প্রথম শ্রেণিতে ভর্তির অযোগ্য। মাউশি বলছে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠান কর্তৃক প্রেরিত তালিকায় ২০১৭ খ্রিষ্টাব্দের পূর্বে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করাও বিধিবহির্ভূত ছিল।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ভর্তির বিজ্ঞপ্তিতে বয়সের উর্ধ্বসীমা নির্ধারণ করা হলেও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার আলোকে সফটওয়্যারে বয়সের ঊর্ধ্বসীমা না থাকার কারণে বয়সের আলাদা ফিল্টারিং করার সুযোগ ছিল না। ঐ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ ভর্তি বিজ্ঞপ্তিতে বয়সের সীমা নির্ধারণ করে দিলেও টেলিটক বাংলাদেশ লিমিটেড ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে লটারি অনুষ্ঠান আয়োজনের বিষয়টি দাপ্তরিকভাবে অবহিত করেনি। এমতাবস্থায় চলতি শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থী ভর্তি ছিল বিধিবহির্ভূত।

কোন শাখায় কত জন বিধিবহির্ভূত ভর্তি হয়েছেন :

ভিকারুননিসা স্কুলের চারটি শাখার মধ্যে নিউ বেইলি রোড প্রধান শাখায় বিধিবহির্ভূত ভর্তি হয়েছেন ৭৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ২০১৫ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া শিক্ষার্থী পাঁচ জন। ২০১৬ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭১ জন। এই ৭১ জনের মধ্যে ১৭ জন ইংরেজি ভার্সনের শিক্ষার্থী। আজিমপুর শাখায় ২০১৫ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা চার জন। ২০১৬ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪৩ জন। ধানমন্ডি শাখায় ২০১৫ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা এক জন। ২০১৬ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৮ জন। বসুন্ধরা শাখায় ২০১৬ খ্রিষ্টাব্দে জন্ম নেওয়া শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ২৭ জন।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0023548603057861