ক্যাম্পাসে আবার নোংরা রাজনীতি চালু করতে চাইলে কাফনের কাপড় আবার গায়ে জড়াবো। যৌক্তিক দাবি আদায়ে আমাকে কোরবানি করে দিতে প্রস্তুত। এমন মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।
গত সোমবার রাতে নিজ ভেরিফাইড ফেসবুক থেকে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি আরো বলেন, ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলের একটিভিটি দেখছি। আবার নতুন নতুন কমিটিও দেখতেছি। ভুলে যাইয়েন না ন্যাড়া একবারই বেল তলায় যায়।
আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চাইলে মনে করিয়ে দেই, আমাদের ৯দফা এখনো শেষ হয়নি। আপনারা কমিটি আনেন যা করেন লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি এই ক্যাম্পাসে চালু করতে চাইলে একটাই বার্তা, আবার নোংরা রাজনীতি চালু করতে চাইলে কাফনের কাপড় আবার গায়ে জড়াবো।
জীবন কিন্তু গুছিয়ে রাখলাম, জ্বোহা স্যারের কবরের ওপর গুলি চালানো হয়েছিলো শুধুমাত্র ছাত্র এবং শিক্ষক রাজনীতির ক্ষমতায়।