রড ছাড়াই স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ

রাজবাড়ী প্রতিনিধি |

দৈনিকশিক্ষাডটকম, রাজবাড়ী: পাংশা উপজেলায় অনিয়মের অভিযোগে হাবাসপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রকৌশলী। অভিযোগ উঠেছে প্রাচীরের কলামের ভিত্তির (বেইজ) ঢালাইয়ে কোনো রড ব্যবহার করেনি ঠিকাদার।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, পাংশায় তিনটি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের আদেশ দেওয়া হয়েছে। উপজেলা

পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ তিনটি করছেন। তিনটি কাজের প্রাক্কলন মূল্য ৩০ লাখ ৬৪ হাজার টাকা। হাবাসপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১২ লাখ ৯৫ হাজার ২২৩ টাকা। অপর দুটি বিদ্যালয়ের নির্মাণকাজ এখনো শুরু হয়নি।

স্থানীয়রা জানান, গত বুধবার সকালে সীমানা প্রাচীরের কলামের ভিত্তির ঢালাইয়ের কাজ শুরু করা হয়। ভিত্তির ঢালাইয়ের শুরুতে রড দিয়ে খাঁচা বা অবকাঠামো তৈরি করার কথা থাকলে রড ছাড়াই শুধু ইট, বালু, সিমেন্ট ও খোয়া দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান নিজেই ঠিকাদার হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলী সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান এবং নির্মাণকাজ বন্ধ করে দেন।

সরেজমিনে দেখা যায়, সীমানা প্রাচীরের বেইজ ঢালাইয়ের জন্য বিদ্যালয়ের চারপাশে ৪৩টি গর্ত খোঁড়া হয়েছে। গর্তের ভেতর ইট, বালু ও সিমেন্টের কংক্রিট পড়ে আছে। কোনো রড দেখা যায়নি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক বলেন, ‘এক সপ্তাহ আগে আমাদের বিদ্যালয়ের কাজটি শুরু করা হয়। বুধবার সকালে বেইজ ঢালাই শুরু করা হয়। কাজ শুরুর কিছু সময় পরে এলজিইডি থেকে কর্মকর্তারা এসে কাজ বন্ধ করে দেন। কিন্তু কী কারণে বন্ধ করে দিয়েছেন তা জানি না।’

উপজেলা এলজিইডির প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘কাজের ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছিল। বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, ‘বিষয়টি জানার পর উপজেলা প্রকৌশলী আমার সঙ্গে যোগাযোগ করেন। অনিয়মের বিষয়টির প্রমাণ পাওয়ায় কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। নির্মাণকাজে অনিয়ম করার কোনো সুযোগ নেই।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, ‘যুবলীগের নাজমুল নামে এক কর্মী আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে কাজটি করছেন। কাজে কিছুটা অনিয়ম হয়েছে। বিষয়টি সমাধান হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0046100616455078