রমেকে অধ্যক্ষের অপসারণের দাবিতে কর্মবিরতি

দৈনিক শিক্ষাডটকম, রমেক |

রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) ও হাসপাতালের ইনডোর ও আউটডোরে চিকিৎসাসেবা বন্ধ রেখে নতুন অধ্যক্ষকে অপসারণের দাবিতে এবার হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বৈষম্যবিরোধী চিকিৎসক আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

বহির্বিভাগসহ সব ওয়ার্ড থেকে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন তারা। এতে হাসপাতালে শত শত রোগীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

এদিকে রংপুর মেডিক্যাল কলেজে অধ্যক্ষের কক্ষে এখনো তালা ঝুলছে। এ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়া কোনো ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না। গত ২৯ অক্টোবর থেকে এই আন্দোলন অব্যাহত রয়েছে।

আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মণ্ডল বলেন, উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়া নতুন অধ্যক্ষ মাহফুজার রহমানের অফিস আদেশ বাতিল করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে। ইতিমধ্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা দুই ঘণ্টার প্রতীকি কর্মবিরতি পালন করেছেন। পর্যায়ক্রমে কর্মবিরতি কর্মসূচির সময় বাড়ানো হবে। একপর্যায়ে কমপ্লিট শার্টডাউন কর্মসূচি দেয়া হবে।

সকালে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, অধ্যক্ষের কক্ষে তালা ঝুলছে। চিকিৎসকদের কর্মবিরতির কারণে কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি, তবে পরীক্ষা চলছে।

কলেজের নতুন উপাধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, প্রশাসনিক দপ্তর খোলা থাকলেও চিকিৎসকদের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকায় ক্লাস অনুষ্ঠিত হচ্ছে না।

চিকিৎসকদের কর্মবিরতির কারণে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা বহির্বিভাগসহ পুরো হাসপাতালের চিকিৎসাসেবা বন্ধ ছিল। ১০টার পর হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হয়ে ওঠে।

হাসপাতালের উপপরিচালক আখতারুজ্জামান বলেন, চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতিতে সামান্য সময় চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে। ১০টা থেকে চিকিৎসাসেবা শুরু হয়েছে।

২৯ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা এক চিঠিতে রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়। একই সঙ্গে উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে।


পাঠকের মন্তব্য দেখুন
ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030248165130615