দৈনিকশিক্ষাডটকম ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল ষাটের দশকের। সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটন সিএনএনকে বলেন, ‘রাইসি যে হেলিকপ্টারে ভ্রমণ করেছিলেনম সেটি সম্ভবত ‘বেল–২১২’ মডেলের একটি হেলিকপ্টার। এটি ১৯৬০–এর দশকের শেষ থেকে পরিচালিত হচ্ছিল।’
হেলিকপ্টারটির খুচরা যন্ত্রাংশে ত্রুটি থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন তিনি। সেড্রিক লেইটন বলেন, ‘হেলিকপ্টারটি পুরনো মডেলের হওয়ার এর অধিকাংশ যন্ত্রাংশ পাওয়া যায় না। এই মডেলের হেলিকপ্টার প্রথমে আমেরিকা তৈরি করেছিল। এরপর কানাডাতেও উৎপাদিত হয়েছে।’
সেড্রিক লেইটন আরও জানান, ১৯৭৬ খ্রিষ্টাব্দে ইরান প্রথম এই হেলিকপ্টারটি ব্যবহার করতে শুরু করেছিল। তা আগে হেলিকপ্টারটি মার্কিন বিমান বাহিনী ব্যবহার করেছিল।
মার্কিন বিমানবাহিনীর এই সামরিক বিশ্লেষক বলেন, ‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টারটি যন্ত্রাংশ পাওয়া আরও কঠিন হয়ে পড়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈরী আবহাওয়া। কয়েকদিন ধরে ইরানের আজারবাইজান প্রদেশে খারাপ আবহাওয়া বিরাজ করছিল। এই সবকিছু মিলিয়ে সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে।’
গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটিতে ‘প্রাণের কোনও চিহ্ন নেই’। দেশটির রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে ইরানের রেডক্রিসেন্ট প্রধান পিরহোসেইন কোলিভান্দ জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। পরিস্থিতি ভালো নয়।
পিরহোসেইন বলেন, ‘রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি খুঁজে পাওয়া গেছে। আমরা হেলিকপ্টারের দিকে এগোচ্ছি। পরিস্থিতি ভালো নয়।’
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল ষাটের দশকের। সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।
মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটন সিএনএনকে বলেন, ‘রাইসি যে হেলিকপ্টারে ভ্রমণ করেছিলেনম সেটি সম্ভবত ‘বেল–২১২’ মডেলের একটি হেলিকপ্টার। এটি ১৯৬০–এর দশকের শেষ থেকে পরিচালিত হচ্ছিল।’
হেলিকপ্টারটির খুচরা যন্ত্রাংশে ত্রুটি থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছেন তিনি। সেড্রিক লেইটন বলেন, ‘হেলিকপ্টারটি পুরনো মডেলের হওয়ার এর অধিকাংশ যন্ত্রাংশ পাওয়া যায় না। এই মডেলের হেলিকপ্টার প্রথমে আমেরিকা তৈরি করেছিল। এরপর কানাডাতেও উৎপাদিত হয়েছে।’