রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তিতাসের গ্যাস পাইপলাইন ছিদ্রের ঘটনা ঘটেছে। ছিদ্র দিয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে, আতঙ্কিত এলাকাবাসী শতাধিক ফোনকল করেছেন। তাদের ধৈর্য ধারণ করে, আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে।
সোমবার রাত ১১টার দিকে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আনিসুর রহমান। তিনি বলেছেন, পাইপ লিকেজ হওয়া এলাকাগুলো হলো— মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকা।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আমরা এলাকায় মাইকিং করার প্রস্তুতি নিচ্ছি। কেউ যেন অকারণে লিকেজের আশপাশে আগুন না জ্বালায়।
তিতাস গ্যাস সূত্র বলছে, ঢাকায় ৬০ শতাংশ এলাকায় তিতাস গ্যাস পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চুলা না জ্বালানোর পরামর্শ দেয়া হয়েছে।