অনির্দিষ্টকালের জন্য রাজশাহী কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পদত্যাগের পর এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে কলেজ শিক্ষক পরিষদের সভা শেষে এ কথা জানান উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে সব ধরনের রাজনৈতিক মিছিল, মিটিং ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ, আলটিমেটাম এবং লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজের শিক্ষক পরিষদে সভার আয়োজন করা হয়। সেখানে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং সব বিভাগীয় প্রধানরা কলেজ ক্যাম্পাস এবং হোস্টেলে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করার জন্য মতামত দেন। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যা নির্দেশ দেবেন আমরা তা অনুসরণ করবো।
এর আগে ১২ আগস্ট শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আবদুল খালেক ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে তার পদ থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে অন্যত্র পদায়নের আবেদন জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) বরাবর আবেদনও করেন।