যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজের শহীদ স্মৃতি সৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। গত শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।
সকাল ১০ টায় শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজয় দিবস উদযাপনের কমিটির আহ্বায়ক রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন। আরও বক্তব্য দেন অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও কর্মচারী ইউনিয়নের সভাপতি যথাক্রমে মো. মুঞ্জুর রহমান খান ও মোহা হুমায়ূন কবির। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল মান্নান।
প্রধান আলোচক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬শে মার্চ মহান স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিলে আমরা স্থানীয়ভাবে রাজশাহীতে ইপিআর, পুলিশ ও ছাত্র-জনতা সমাবেতভাবে প্রতিরোধ গড়ে তুলি।
অনুষ্ঠানের সভাপতি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, এই দিনটি আমাদের জন্য গর্বের, গৌরবের, আনন্দের ও প্রাপ্তির। এই বিজয়কে ধরে রাখার জন্য আমাদের স্ব স্ব কর্মস্থল থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করে যেতে হবে এবং দেশকে ভালবাসতে হবে। সভা পরিচালনা করেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার এস এম গোলাম আজম। পরে বাদ আসর শিক্ষা বোর্ড জামে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।