রাজশাহী শিক্ষা বোর্ডে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাজশাহী প্রতিনিধি |

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবসটি পালনে বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে বোর্ডের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা করা হয়।

পরে রাজশাহী শিক্ষা বোর্ডে চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান।  আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. বাদশা হোসেন, প্রোগ্রামার মো. মামুন অর রশিদ, উপ-বিদ্যালয় পরিদর্শক হোসনে আরা আরজু এবং সহ-হিসাব রক্ষণ অফিসার জমোহাম্মদ আব্দুল মান্নান। 

অনুষ্ঠানে চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদতবরণকারী তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদ ও ১৪ ডিসেম্বর নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব বিশ্বকে গভীর অর্থনৈতিক সংকটে নিপেতিত করেছে। বিশ্ব জুড়ে জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়তে পারে। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশে স্বাধীনতা বিরোধী স্বার্থন্বেষী চক্র নানাবিধ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। তারা মিথ্যা প্রচারণার দ্বারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অভূতপূর্ব অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর নিরলস পরিশ্রম আর যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 

এসময় তিনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য শিক্ষা বোর্ডের সব কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের আহ্বান জানান। 

ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পেছনে টেনে নেয়ার জন্য সক্রিয় উল্লেখ করে তিনি আরও বলেন, প্রত্যেকেই যদি নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করেন তাহলে কোনো শক্তিই এ দেশকে পেছনে দিকে নিয়ে যেতে পারবেনা। তিনি শহীদ বুদ্ধিজীবীদের দেশের শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তাঁদের অনুসৃত পথেই এ দেশের মানুষের সামগ্রিক মুক্তির পথ বলেও উল্লেখ করেন।

পরে বিকেলে শিক্ষা বোর্ড জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষা বোর্ড জামে মসজিদের ইমাম আবুল হাশেম মো. রহমাতুল্লাহ।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ - dainik shiksha ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা - dainik shiksha পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো - dainik shiksha দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা - dainik shiksha ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0050210952758789