রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক আজ

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক হতে যাচ্ছে আজ শনিবার। তিনি হবেন ব্রিটেনের ৪০তম রাজা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ব্রিটেনের নাগরিকেরা অধীর আগ্রহে ক্ষণ গণনা করছেন রাজ্যাভিষেক অনুষ্ঠানের।

আজ রাজ্যাভিষেক হওয়ার মাধ্যমে রাজা তৃতীয় চার্লসের ৭০ বছরের অপেক্ষার হবে। ১৯৫৩ সালে তিনি ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার হয়েছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠান। সেখানে ৭০০ বছরের পুরোনো রাজসিংহাসনে আসীন হবেন তিনি। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেক যতটা জাঁকজমকপূর্ণ হয়েছিল, রাজা তৃতীয় চার্লসের অনুষ্ঠান ততটা আড়ম্বরপূর্ণ ও জাঁকজমকপূর্ণ হবে না বলে রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী কুইন কনসোর্ট ক্যামিলাকে রাজমুকুট পরানো হবে।

ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা। ইতিমধ্যে তাঁরা লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এখন লন্ডনে রয়েছেন।

বিবিসি জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানে সারা বিশ্বের ২০৩টি দেশের প্রতিনিধি, ১০০টি দেশের সরকারপ্রধান এবং বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যসহ ২ হাজারের বেশি অতিথি যোগ দেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের ৩০ হাজারের বেশি পর্যটক উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২ ঘণ্টা সময় নিয়ে চলবে এই অভিষেক অনুষ্ঠান।

এদিকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, রাজার অভিষেক অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের কোটি কোটি মানুষ সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন।

গত বছরের সেপ্টেম্বরে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এরপর রাজার দায়িত্ব নেন তৃতীয় চার্লস। তিনি নিয়ম অনুযায়ী ৫৬টি স্বাধীন রাষ্ট্র নিয়ে গঠিত কমনওয়েলথেরও প্রধান। আজকের রাজ্যাভিষেক অনুষ্ঠানের মাধ্যমে রাজা তৃতীয় চার্লস আনুষ্ঠানিকভাবে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, ব্রাহামাস, বেলিজ, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, টুভালো, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাদাইনসের রাজারও দায়িত্ব নিচ্ছেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ - dainik shiksha শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা - dainik shiksha শিক্ষা ক্যাডারে অধ্যাপক হচ্ছেন যারা ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের - dainik shiksha ভিসি নিয়োগের দাবিতে এবার উত্তরবঙ্গ ব্লকেড বেরোবি শিক্ষার্থীদের মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য - dainik shiksha মসজিদ ইবাদাতের পাশাপাশি জ্ঞানচর্চারও একটি কেন্দ্র হতে পারে: ঢাবি উপাচার্য ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য - dainik shiksha ঢাকা বোর্ডের পরিদর্শক আবুল মনছুর ভূঁঞার ঘুষ বাণিজ্য দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! - dainik shiksha দীপু মনি-রতন সিন্ডিকেটের ফিরোজই শিক্ষা অধিদপ্তরের এ ডি! ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের - dainik shiksha ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণার দাবি জামায়াতের ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি - dainik shiksha ভারতে পাঠ্যবই ছাপানোর বিপক্ষে ৯২ শতাংশ বাংলাদেশি ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী - dainik shiksha ভয়ংকর বিপদের মধ্যে আমাদের শিক্ষাব্যবস্থা: সিরাজুল ইসলাম চৌধুরী কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027940273284912