নরসিংদীর বেলাবতে বিন্নাবাইদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কৌশলে চিহ্নিত রাজাকারের নাতিকে সভাপতি করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মাসুদ হায়দার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিতভাবে এ অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেন,যিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হবেন, প্রধান শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে তাকে বাদ দিয়ে ভোটার তালিকা করেছিলেন। শিক্ষার্থীদের অভিভাবকদের ‘অবৈধ ভোটার তালিকা’য় অন্তর্ভুক্ত করে বাড়িতে বসে প্রহসনের নির্বাচন করেছেন।
তিনি বলেন, সভাপতির চোখকে ফাঁকি দিয়ে প্রধান শিক্ষক পরিকল্পিতভাবে রাজাকার তালিকায় ৩৯ নম্বর ক্রমিকে বর্ণিত শহীদুল্লাহ ভূঞার নাতি অকিল উজ্জামান ভূঞাকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বানানোর পাঁয়তারা করছেন।
মাসুদ হায়দার বলেন, রাজাকার নাতিকে নিয়ে গঠিত এ অবৈধ কমিটির অনুমোদন দিলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হবে।
জানা গেছে, প্রধান শিক্ষক নিজেও তার অনিয়মের কথা স্বীকার করে গত বছরের নভেম্বরে বেলাব উপজেলা নির্বাহী অফিসার বরাবর তফসিল বাতিলের আবেদন করেন।