কুড়িগ্রামের রাজিবপুরে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন বিকেলে দু’জনকে আসামি করে রাজীবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।
প্রধান আসামিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী বাজারপাড়া এলাকার মরহুম জহুরুল ইসলামের ছেলে রঞ্জু মিয়া ও একই ইউনিয়নের বালিয়ামারী গুচ্ছগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সিএনজি চালক জাহিদুল ইসলাম। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
শিক্ষার্থীর বাবা বলেন, দুই-তিন বছর ধরে তার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে আসছিলেন রঞ্জু মিয়া ও তার পরিবারের লোকজন। এ প্রস্তাবে ফিরিয়ে দিয়েছেন তিনি। এর জের ধরে গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই শিক্ষার্থী প্রাক নির্বাচনী পরীক্ষার দেওয়ার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল।
রাস্তার মধ্যে তার মুখ চেপে ধরে জাহিদুল ইসলাম নামের এক যুবকের সিএনজিতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকার করলে সিএনজির সামনে এসে দাঁড়ান এলাকার লোকজন। পরে ওই সিএনজির চালকসহ ওই যুবককে আটক করে পুলিশে দেন তাঁরা।
অভিযুক্ত যুবক রঞ্জু মিয়া বলেন, পারিবারিকভাবে ওই মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা চলছিল। এরপর বিয়ে দিতে টালবাহনা করে থাকেন তারা। তাই আমি বাধ্য হয়ে ওই মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করতে চেয়েছিলাম।