ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু ম্যুরাল। শুক্রবার সকালে এ ম্যুরালের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা।
এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এস এম আবদুল হালিম, ম্যুরাল কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রসময় কীর্ত্তনীয়া, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আশরাফুল আজম শাকিলসহ অন্যান্য শিক্ষকরা।
কলেজ সূত্রে জানা যায়, ম্যুরালটি নির্মাণে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৯ লাখ ৫২ হাজার টাকা। এর সাইজ হবে ১৬ ফিট বাই ১২ ফিট, নকশা বেদি হবে ৩০ ফিট বাই ২৩ ফিট এবং ম্যুরালটির ঐতিহাসিক জীবনপটের টেরাকোটা সাইজ হবে ৩০ ফিট বাই ৬ ফিট।
অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগামী ২০২৩ খ্রিষ্টাব্দের ২৬শে মার্চ এ ম্যুরালটি উদ্বোধন করা হবে। বঙ্গবন্ধুর ম্যুরাল ও ঐতিহাসিক জীবনপটের এ টেরাকোটা নকশাটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে অনুমোদন দেয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।