রাতের আঁধারে স্কুল মাঠের গাছকাটার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নে। জানা যায়, নিতাই উচ্চ বিদ্যালয় মাঠে থাকা বিভিন্ন প্রজাতির মূল্যবান ১৫ থেকে ২০টি গাছ রাতের আঁধারে কেটে নেয়ার অভিযোগ উঠেছে এডহক কমিটির সভাপতি মঈনুল আরেফিন চৌধুরী ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও জমিদাতা তৌহিদুর রহমান জেলা প্রশাসকের কাছে লিখিত আকারে বলেন, এডহক কমিটি স্কুলের প্রতিষ্ঠাতার নামফলক ভেঙে ফেলা ছাড়াও স্কুলের নবম শ্রেণির ছাত্র খোকন মিয়াকে অন্যায়ভাবে মারপিট, পুরাতন ইট ঘষামাজা করে শহীদ মিনার নির্মাণ এবং কোনো কাজ না করেই স্কুল সংস্কারের বরাদ্দকৃত ৫ লাখ টাকার ২ লাখ টাকা উত্তোলন করার অভিযোগ করেছেন। এদিকে রাতের আঁধারে গাছ কাটার ঘটনায় এলাকায় ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অভিযোগ তদন্তে ২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।