রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুনকে সব প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কাজ হতে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
বিগত ৬ বছর বিভাগের সভাপতি থাকা অবস্থায় বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়াও বর্তমান সভাপতিকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার শেখ সাদ আহমেদ বলেন, তাকে সকল প্রকার অ্যাকাডেমিক এবং প্রশাসনের কাছ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি যে সুপারিশ করবে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।