রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের ২ সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষক হলেন অধ্যাপক এনামুল হক। গত রোববার এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার বিভাগের আরেক শিক্ষককে উদ্দেশ্য করে অধ্যাপক এনামুল হক একই আচরণের পুনরাবৃত্তি করলে, এ ঘটনায় বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে যৌন হয়রানির অভিযোগ করেন।
অভিযোগপত্রে বলা হয়, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বিভাগীয় সভাপতির অফিসকক্ষে স্বাক্ষরকারী শিক্ষকগণের উপস্থিতিতে বিভাগীয় শিক্ষক অধ্যাপক এনামুল হক
সকলের সামনেই তিনি তার পরনের প্যান্ট খোলার ভঙ্গি করে বলেন, আমার সবসময় খোলা থাকে, এবার তোরটাও খুলে ছাড়বো। এ রকম বলতে বলতে নিজের কাপড় খোলার চেষ্টা করেন। এ সময় অন্য সহকর্মীরা তাকে নিবৃত্ত করেন। পরবর্তীতে মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কমিটির সভাশেষে সভাপতি বিভাগের সকল শিক্ষককে বসতে বলে ড. এনামুল হককে উদ্দেশ্য করে ভবিষ্যতে ওই ধরনের যৌন হয়রানিমূলক আচরণ করতে নিষেধ করেন।
এ সময় অভিযুক্ত শিক্ষক আবারও অশোভন আচরণ করে বলেন, ‘আমার বাল ছিড়ে নিস।’ একইসঙ্গে অকথ্য ভাষা ব্যবহার করেন।