গত ১৬জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রলীগের ১০১ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা।
গতকাল মঙ্গলবার দুপুরে মতিহার থানায় ১০১ জনসহ আরও অজ্ঞাতনামা ২২০ জনের নামে এ মামলা দায়ের করা হয়। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মালেক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলার বাদী ছাত্রদল নেতা হলেন মোহাম্মাদ আহসান হাবিব। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী এবং রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তার বাসা বগুড়ার ধুনট উপজেলায়।
মামলায় এজাহারভুক্ত আসামিদের মধ্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাকিবুল হাসান বাকী (৩২), রাবি ছাত্রলীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবু (৩৫), সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল গালিব (৩২), ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামীম ইমতিয়াজ (২৯), মো. সারোয়ার হোসেন (৩১), সহ-সভাপতি মো. মেজবাহুল ইসলাম (৩০), সহ-সভাপতি শাহিনুল ইসলাম সরকার ডন (৩০), সহ-সভাপতি মো. জাকিরুল ইসলাম জ্যাক (২৯), সহ-সভাপতি মো. মইন উদ্দিন রাহাত (২৯), সহ-সভাপতি মেহেদী হাসান তায়েব (২৯), মো, মামুন শেখ, মো. নূর সালাম (২৮), আলফাত সায়েম জেমস (২৮), আশিকুর রহমান আশিক (২৮), তাওহীদুল ইসলাম দুর্জয় (২৮), মো. ইমরান হোসেন (২৯), সামিউল আলম সোহাগ (২৯), শাখাওয়াত হোসেন শাকিল (২৯), জুয়েল হোসেন(২৮), আব্দুল্লাহ আল মামুন স্বদেশ (২৯), আল মুক্তাদির তরঙ্গ (২৯), রাব্বিউল হাসান রুপক (২৮), হাসিবুল ইসলাম শান্ত (২৯), মুশফিক তাহমিদ তন্ময় (৩০), মো. হাবিবুর রহমান মুক্তা (২৫), মো. আল-আমিন (৩০), মিঠুন বকসী (২৬), সৌরভ শেখ বন্ধন (২৩), বুলবুল জোয়ার্দার (২৫), মিহাত (২৪), হাসান লাবন (২৯), সম্রাট (২২), পপুলেশন সাইন্স, জাহিদ হাসান সোহাগ (২৫), মনু চন্দ্র মোহন দেব বর্মন বাপ্পা (২৮), ইসমাইল হোসেন (২৫), মোসাদ্দেক সাজিদ (২২), মাহফুজ আদিল (২৩), ধ্রুবজিৎ (২২), জামসেদ সবুজ (৩১), ভাস্কর সাহা (২৫), রিদওয়ান হৃদয় (২৭), আব্দুল্লাহ আল তাসরিফ (২৩), আবুল বাশার আহম্মেদ (৩১), শাকিল আহমেদ (২৬), ফরহাদ রেজা (২৭), শাকিল খান (২৩), মিনহাজুল আবেদীন (২৩), শামিম রেজা (২৩), মোঃ কাইয়ুম মিয়া (২৬), প্রিন্স (২৩), ইংলিশ, পারভেজ মোশারফ (২৪), আল আমিন মোহাম্মদ তানভির (২৮), নিলয় কুমার সিংহ (২৩), রাহাত মাহমুদ (২৩), রাজ (২৬), রাকিবুল ইসলাম রাকিব (২৫), রাশেদ খান (২৭), সাদেকুল ইসলাম সাদিক (২৭), সাহাবুদ্দিন শেখ স্পর্শ (২৪), সোহান (২২), সৈকত (২৩), সৌমিক হাসান অরণ্য (২২), শুভ্র দেব সাহা (২৪), আসিফ মাহমুদ ধ্রুব (২৫), মেহেদী হাসান মিশু (৩১), কাবিরুজ্জামান রুহুল (২৬), মোস্তাফিজুর রহমান রাতুল (২৬), স্বাধীন খান (২৫), রাজিব হোসেন (২৬), তাসবিউল হাসান অপূর্ব (২৬), রামিম আহম্মেদ (২৫), শেখ কামাল বিন হারুন সিয়াম (২৬), আব্দুল্লাহ আল মারুফ (২৫), শুভ্র দেব ঘোষ (২৬), শামীম হোসেন (২৫), চিরন্তন চন্দ্র (২৬),মোমিন ইসলাম (২৬), নিয়াজ মোর্শেদ শুভ (২৫), নাইম আলী (২৫), রেজা সাফায়েত (২৭), শফিউর রহমান রাধিক (২৫), মমিনুর রহমান মোমিন (২৭), আশিকুর রহমান অপু (২৫), রাশেদ আলী (২৭), অপু মল্লিক (২৭), ফিরোজ (২৭), আবু সিনহা (২৬), অমিত হাসান (২৫), মাজহারুল ইসলাম মাজহার (২৭), মিনহাজুল ইসলাম ইভান (২৪), রিদওয়ান (২৫), সোহান (২৫), ওলিউল্লাহ রাজু (২৪), মো. মাসুদ (২৩), খন্দকার শাহরিয়ার সৌরভ (২৪), মোঃ আরিফুল ইসলাম আরিফ (২৫), তামিম (২৫), রায়হান হোসেন (২৫), রুহুল আমিন সরকার প্রিন্স (২৫), মো. আব্দুল বারী (৪২)।
খোঁজ নিয়ে জানা যায়, ১৬ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১০১ জন আসামির মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের অনেকেই ক্যাম্পাসে ছিলেন না।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী আহসান হাবিব বলেন, গত ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল এবং শহীদ হবিবুর রহমান হলের সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রশস্ত্র এবং লাঠিসোটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনার প্রত্যক্ষদর্শী সাধারণ শিক্ষার্থী এবং রাবি ছাত্রদলের নেতাকর্মীদের সাথে পরামর্শ করে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অনুমতিক্রমে আজকে নৃশংস হামলায় জড়িত রাবি ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মালেক বলেন, রাবি ছাত্রদলের এক নেতা ছাত্রলীগের ১০১ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০০/২২০ জনের নামে এ মামলা দায়ের করেন। মামলা এজহারভুক্ত করা হয়েছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।