রাবিতে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আমাদের বার্তা, রাবি |

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ডিনস্ কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মো. ফরিদ উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. ফারাহা নেওয়াজ। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলাম সভাপতিত্ব করেন।

সেমিনারের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. মো. শরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়।

সেমিনারে অংশ নেয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন বলেন, সেমিনারে অংশগ্রহণ করে আমাদের ক্যারিয়ার, দক্ষতা ও জ্ঞান এর পরিধিকে আরো সম্প্রসারিত হয়েছে। ভবিষ্যতেও এমন সেমিনার চাই।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দিন খান বলেন, একজন মানুষের লক্ষ্য নির্ধারণ করার পরে পরবর্তী পদক্ষেপগুলো হলো প্রস্তুতি ও কর্ম। আপনি কোথায় যেতে চান তা স্থির করুন এবং আপনার সীমাবদ্ধতার ওপর ভিত্তি করে সেরা পথটি বের করুন। যখন আপনি একটি লক্ষ স্থির করেন এবং সত্যিকার অর্থে এটার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তখন আপনার সমস্ত কিছু আপনার মন, শরীর ও চিন্তা সারিবদ্ধ হয়ে এটি আপনাকে অর্জনে সহায়তা করে।

তিনি আরো বলেন, আমরা একটি বাজার অর্থনীতিতে বাস করি যেখানে শিক্ষা একটি পণ্যে পরিণত হয়েছে। নিজের জন্য বিনিয়োগ করলে রিটার্ন পাওয়া যায়।

ড. ফারাহা নেওয়াজ বলেন, পরিকল্পনা, প্রস্তুতি আর কর্ম হলো জীবনের লক্ষ অর্জনের মূলমন্ত্র। ক্যারিয়ারের পরিকল্পনা করার সময় আমাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা করা উচিত যাতে একটা পরিকল্পনা ব্যর্থ হলে যেনো বিকল্প আরেকটা পরিকল্পনা থাকে। এছাড়া ক্যারিয়ারের সুবিধা-অসুবিধা সম্পর্কে সচেতন হতে হবে এবং নিজের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। 

সর্বশেষে, অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা যাদের - dainik shiksha শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষা যাদের ৩০ কোটি টাকা হাতিয়ে সটকে পড়েছেন ক্যামব্রিয়ানের বাশার - dainik shiksha ৩০ কোটি টাকা হাতিয়ে সটকে পড়েছেন ক্যামব্রিয়ানের বাশার আরো ১৪ মেডিক্যাল কলেজ থেকে বাদ যাচ্ছে শেখ পরিবারের সদস্যদের নাম - dainik shiksha আরো ১৪ মেডিক্যাল কলেজ থেকে বাদ যাচ্ছে শেখ পরিবারের সদস্যদের নাম হাইস্কুলে ভর্তি আবেদন ফরম পূরণ যেভাবে - dainik shiksha হাইস্কুলে ভর্তি আবেদন ফরম পূরণ যেভাবে সচিবালয়ে বিশৃঙ্খলা করা ২৬ শিক্ষার্থীকে নতুন মামলায় গ্রেফতার - dainik shiksha সচিবালয়ে বিশৃঙ্খলা করা ২৬ শিক্ষার্থীকে নতুন মামলায় গ্রেফতার কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে পারস্পরিক বদলি আপাতত স্থগিত, নতুন প্রজ্ঞাপন শিগগিরই - dainik shiksha পারস্পরিক বদলি আপাতত স্থগিত, নতুন প্রজ্ঞাপন শিগগিরই কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধনের সপ্তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধনের সপ্তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি please click here to view dainikshiksha website Execution time: 0.0044457912445068