দীর্ঘ সাত মাসেও ফল বিপর্যয়ের সমাধান না পেয়ে ফের বিভাগে তালা দিয়ে আন্দোলন শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের পাঁচ শিক্ষার্থী। গতকাল সোমবার বেলা তিনটার দিকে বিভাগের চেয়ারম্যান ও অফিসকক্ষে তালা দেন তাঁরা। পরে তাঁরা বিভাগের সামনে অবস্থান নেন। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে আবার বিভাগের সামনে অবস্থান নেবেন বলে জানিয়েছেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো আগে প্রকাশিত ফল পুনর্মূল্যায়ন করে দ্রুত নতুন ফল প্রকাশ ও ছাত্রবান্ধব বিভাগ সৃষ্টি করা।
বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের ২৫ আগস্ট ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করা হয়। কাঙ্ক্ষিত ফল না পেয়ে ওই দিনই সব শিক্ষার্থী সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে ফল পুনর্মূল্যায়নের দাবি জানান।
পরবর্তী সময়ে সমাধান না হওয়ায় গত বছরের ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক এম আনিসুর রহমান বলেন, ‘শিগগিরই তিনজন বসে সিদ্ধান্ত গ্রহণ করব এবং প্রতিবেদন জমা দেব।’
বিভাগের সভাপতি অধ্যাপক আতাউর রহমান বলেন, ‘যারা পাস করেছেন তাঁদের ভর্তির জন্য নোটিশ দিয়েছি। শিক্ষকদের নিয়ে বসে, পরবর্তী সময়ে কী করা হবে তা সিদ্ধান্ত নেব।’
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।