রাশিয়ার হাতে শয়তান

দৈনিকশিক্ষা ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : বিশ্বের ‘বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ পরীক্ষা করতে পুরোপুরি প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খুব শীঘ্রই পুতিন সেই ‘অপ্রতিরোধ্য ব্রহ্মাস্ত্র’ পরীক্ষা করতে চলেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

আরএস-২৮ সারমাট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ‘স্যাটান-২’ তকমা দিয়েছে পশ্চিমি বিশ্ব। ‘স্যাটান’ শব্দের অর্থ শয়তান। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ‘ডুমস্ডে ওয়েপন’ বা পৃথিবী শেষ করার অস্ত্র হিসাবেও ব্যাখ্যা করছেন কেউ কেউ।

পারমাণবিক ক্ষেপণাস্ত্রটির গতিবেগ ঘণ্টায় প্রায় ২৬ হাজার কিলোমিটার। অনায়াসে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পাড়ি দিতে সক্ষম ‘স্যাটান-২’।

ক্ষেপণাস্ত্রের ওজন ২ লাখ ৮০ হাজার কিলোগ্রাম। উচ্চতা ১৪তলা বাড়ির সমান।

রাশিয়ার দাবি, এই ক্ষেপণাস্ত্রের নাম শুনলেই পিলে চমকে উঠবে সকলের! পুতিনের দাবি, পৃথিবীর যে কোনো প্রান্তে নির্ভুল আঘাত হানতে সক্ষম সারমাট।

কেন একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে? অনেকগুলো কারণের মধ্যে একটি হল এটি একসঙ্গে একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম। পরমাণু অস্ত্র বহন করে বিশ্বের যে কোনও লক্ষ্যে আঘাত হানতে পারে সারমাট।

দ্বিতীয়ত, এই ক্ষেপণাস্ত্রে ১০ বা তার বেশি ‘ওয়ারহেড’ যোগ করা যায়। অর্থাৎ, তা একাধিক যুদ্ধাস্ত্র নির্ভুল ভাবে ছুড়তে পারে। যার ফল, সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে সারমাটের ধ্বংসের ক্ষমতা অনেক বেশি।

পাশাপাশি ওই ক্ষেপণাস্ত্র এমনই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে যে, একে ধরতে পারবে না শত্রুপক্ষের কোনও রাডার। ফলে শত্রুপক্ষের অজান্তেই এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানতে পারে বলে দাবি রুশ সংবাদমাধ্যমের।

রুশ সংবাদমাধ্যম এ-ও দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্রটি নিয়ে প্রায় ২২ বছর ধরে গবেষণা করা হয়েছে। গবেষণা করে এই ক্ষেপণাস্ত্রটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যা অন্য ক্ষেপণাস্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী।

বলা হচ্ছে, সারমাটের তিনটি স্তর রয়েছে। দূর পাল্লার এই ক্ষেপণাস্ত্র ছুঁড়তে তরল দাহ্য পদার্থ ব্যবহার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেট্রো’র প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট এমন একটি রেজিমেন্ট তৈরির পরিকল্পনা করছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে যারা ‘দ্বিতীয় শয়তান’কে নিয়ে লড়াইয়ে নামবে। ২০২৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বরের মধ্যেই সেই দল তৈরি হয়ে যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা সূত্র সংবাদ সংস্থা টিএএসএস-কে বলেছে, ডিসেম্বরে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনী এই অস্ত্রের দায়িত্ব পাবে। সেই বাহিনীর এক কমান্ডারও থাকবেন। অন্য একটি সূত্র যোগ করেছে যে, সেই রেজিমেন্টকে পরীক্ষামূলক একটি যুদ্ধের দায়িত্বও দেওয়া হয়েছে।

সম্প্রতি চাউর হয় যে, রাশিয়ার সারমাট ক্ষেপণাস্ত্র সঠিকভাবে পরীক্ষা করা হয়নি। সেই আবহেই ‘শয়তান-২’-এর পরীক্ষার কথা প্রকাশ্যে এসেছে। এর আগে ২০২২ খ্রিষ্টাব্দের এপ্রিলে রাশিয়ার মধ্যে সারমাট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছিল বলে শোনা গিয়েছিল। রুশ সংবাদমাধ্যমের দাবি ছিল, ছ’হাজার কিলোমিটার দূরের লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছিল এই ক্ষেপণাস্ত্রটি।

রাশিয়ার সংবাদ সংস্থা টিএএসএস-এর প্রতিবেদনে প্রথমে দক্ষিণ মেরুতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উল্লেখ ছিল। তবে তার পর থেকে এই নিয়ে আর কোনও উচ্চবাচ্য করেনি রাশিয়ার সামরিক কর্তারা।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের মধ্যে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিশ্বের বহু দেশ চিন্তিত।

রাশিয়ার আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে পুতিনের ভাষায় ‘অজেয়’ কিঞ্ঝল এবং আভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তার সঙ্গে যুক্ত হয়েছে সারমাটও।

সূত্র: আনন্দবাজার 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা - dainik shiksha পেছালো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষা প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ - dainik shiksha প্রশ্নফাঁসের মামলায় ১০ জনের কারাদণ্ড, খালাস ১১৪ শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা - dainik shiksha শিক্ষা ভবনের সেই বিপুলকে বদলি, গ্রেফতার চান এমপিও শিক্ষকরা পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি - dainik shiksha পলাতক ফাহিমার ক্যাশিয়ার কামালকে গ্রেফতারের দাবি দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি - dainik shiksha দীপু মনির ক্যাশিয়ার পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমাকে বদলি ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস - dainik shiksha ঢাকা কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা - dainik shiksha রাষ্ট্র পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা শিক্ষা কমিশন কেনো হলো না - dainik shiksha শিক্ষা কমিশন কেনো হলো না ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে - dainik shiksha ১৫ এলাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যায় ক্ষতির পরিমাণ ও সবুজায়নের তথ্য আহ্বান please click here to view dainikshiksha website Execution time: 0.0034909248352051