রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার অভিযোগে হওয়া শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামির ফেডারেল আদালতে এ দাবি করেন ট্রাম্প।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট আদালতে আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে তাঁর বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান বিচারক জনাথন গুডম্যান।
শুনানির সময় মুখ গোমড়া করে বসেছিলেন ট্রাম্প। এ সময় তিনি কোনো কথা বলেননি। প্রায় ৪৫ মিনিট ধরে শুনানি চলে। এর আগে এই মামলায় আদালতে হাজির হতে সোমবার ফ্লোরিডা চলে এসেছিলেন ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, সোমবার ট্রাম্প মিয়ামির কাছে তার রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরালে কাটিয়েছেন। এর আগে নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে ছিলেন তিনি, সেখান থেকেই বিমানযোগে মিয়ামিতে উড়ে আসেন।
সিএনএন জানায়, শুনানির পর আদালত থেকে বের হয়ে একটি কিউবান রেস্তারাঁয় প্রবেশ করেন ট্রাম্প। এ সময় উপস্থিত সমর্থকেরা ট্রাম্পকে অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা জানান। আজ বুধবার নিজের ৭৭তম জন্মদিন পালন করবেন ট্রাম্প ।
পরে ব্যক্তিগত বিমানে চড়ে নিউ জার্সির উদ্দেশে যাত্রা করেন।
রাষ্ট্রীয় গোপনীয় নথি অবৈধভাবে নিজের কাছে রাখা এবং সেগুলো গোসলখানায় রেখে দেওয়ার মতো অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ছাড়া সরকারি বহু গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের ৩৭টি অভিযোগ আনা হয়েছে। এ কারণে তাঁকে অভিযুক্ত করে মিয়ামির ফেডারেল আদালতে হাজির হতে তাঁর নামে সমন জারি করা হয়েছিল।
এসব মামলায় আদালতে দোষী সাব্যস্ত হলে ট্রাম্পের ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন। এর আগে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় গত মার্চে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ট্রাম্প। এর মধ্য দিয়ে প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে এ ধরনের অপরাধে অভিযুক্ত করা হয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।