একাত্তরের বীর শব্দসৈনিক তরুণ কুমার মহলানবীশ আর নেই। গত রোববার সকাল ৭টায় রাজধানীর ন্যাশনাল মেডিক্যাল কলেজে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।
দীর্ঘদিন পারকিনসন্স ও ডিমেনশিয়াজনিত সমস্যায় ভুগছিলেন এই বীর শব্দসৈনিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১১ ডিসেম্বর সকালে রাজধানীর টিকাটুলিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। সেখান থেকে নারিন্দায় নিজ বাসায় স্বজনদের জন্য কিছু সময় অবস্থান শেষে পোস্তগোলা মহাশ্মশানে দাহ সম্পন্ন ও শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
শব্দসৈনিক তরুণ কুমার মহলানবীশ ব্যক্তিজীবনে নির্লোভ ও প্রচারবিমুখ ছিলেন। তিনি বানান ও সম্পাদনায় প্রকাশনা জগতে এক উজ্জ্বল ও অনন্য ব্যক্তিত্ব ছিলেন। প্রকাশনা জগতের বড় বড় প্রকাশক ও লেখকরা বানান নিয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা বা প্রশ্নের উদ্রেক হলে তার কাছে ছুটে যেতেন।
১৯৭১ খ্রিষ্টাব্দে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিকদের কণ্ঠযুদ্ধ চলে স্বাধীনতার আগ পর্যন্ত। তরুণ কুমার মহলানবীশ সংস্কৃতিকর্মী হিসেবে স্বাধীন বাংলা বেতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুধু তিনি নন একই পরিবারের তাঁর তিন বোন বুলবুল মহলানবীশ, সুক্তি মহলানবীশ, শিল্পী মহলানবীশও স্বাধীন বাংলা বেতারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন। শব্দসৈনিক তরুণ কুমার মহলানবীশের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।