ফরিদপুরের বোয়ালমারীর একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশনের ফি হিসেবে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়েছে। বোয়ালমারী জর্জ একাডেমি নামের ওই শিক্ষা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফিয়ের অতিরিক্ত টাকা আদায় করছিলো বলে অভিযোগ উঠেছিলো। এরপর প্রধান শিক্ষক অতিরিক্ত টাকা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে আদায় করা অতিরিক্ত টাকা শিক্ষার্থীদের ফেরত দিতে শ্রেণি শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন।
মঙ্গলবার দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।
অষ্টম শ্রেণির শ্রেণি শিক্ষক মহসিন আলম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মঙ্গলবার ক্লাসে যাওয়ার আগে প্রধান শিক্ষক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি বাবদ আদায় করতে বলেছেন। আর যারা আগে দিয়ে দিয়েছে তাদের অতিরিক্ত অর্থ ফেরত দিতে বলেছেন।
জানা যায়, চলতি বছর অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন বাবদ সরকার নির্ধারিত ফি ৭৪ টাকা। অথচ বোয়ালমারী পৌর সদরে অবস্থিত জর্জ একাডেমীতে ৮ম শ্রেণির রেজিষ্ট্রেশন বাবদ ২৫০ টাকা করে নিচ্ছিলো। গত কয়েকদিন শিক্ষার্থীদের কাছ থেকে এ ফি আদায় করা হয়। কোনো আলোচনা ছাড়াই প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা ওই ফি নির্ধারণ করেছিলেন বলে অভিযোগ আছে। পরে মঙ্গলবার প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা শ্রেণি শিক্ষকদের ডেকে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন বাবদ ১০০ টাকা আদায় করার নির্দেশ দেন। সেই সঙ্গে যাদের কাছ থেকে আগেই ২৫০ টাকা করে আদায় করা হয়েছে তাদের ১৫০ টাকা করে ফেরত দেয়ার নির্দেশনা দেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বাড়তি কোনো টাকা নেয়া হচ্ছে না। আগে যারা দিয়েছিলেন আমি বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে তা ফেরত দেয়ার নির্দেশনা দিয়েছি।