দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে রূপ নিয়েছে। যা উপকূলে আঘাত হানতে পারে আজ। ঘূর্ণিঝড় রিমালের নাম দিয়েছে ওমান। আরবি এ শব্দের অর্থ বালি। এর পরবর্তী ঝড়ের নাম হবে আসনা, এটি পাকিস্তানের দেওয়া। পরের নাম দেবে কাতার, যেটাকে বলা হবে ঘূর্ণিঝড় ডানা। তারপরের সারিতে আছে শ্রীলঙ্কার দেওয়া নাম শক্তি।
এক সময় ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো। পরবর্তিতে অঞ্চলভেদে ঘূর্ণিঝড় পরিচিত সাইক্লোন, হারিকেন, টাইফুনসহ নানা নামে। ভারত মহাসাগরীয় অঞ্চলে ঝড়ের নাম দেওয়া শুরু হয় ২০০৪ খ্রিষ্টাব্দ থেকে।
আট দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড ও ওমান ৮টি করে নাম জমা দেয় ওয়ার্ল্ড মেটেরোজিক্যাল অর্গানাইজেশনের কাছে। প্রথম নাম অনিলসহ ফণী, তিতলি এবং আইলা বাংলাদেশের দেওয়া নাম।
এরপর দেওয়া হয় ভারতের অগ্নি, মালদ্বীপের হিবারু, মিয়ানমারের পেয়ার, ওমানের বাজ, পাকিস্তানের ফানুছ, শ্রীলঙ্কার মালা থাইল্যান্ডের মুগদা।ঝড়ের নাম বাছাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়, যাতে সেটি ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিকভাবে কোনোরকম বিতর্ক বা ক্ষোভ তৈরি না করে।