ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির জসক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাতবার্ষিকী ও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে।
আজ মঙ্গলবার ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৩’ এ বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ছাত্রদের অংশগ্রহণে রচনা, কবিতা আবৃত্তি, হামদ-নাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে কবিতা, ছড়া, রচনা লিখে ও চিত্রাঙ্কন করে ‘শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন।
এ ছাড়া, এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি। এ ছাড়া কলেজের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত ছাত্রদেরকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ জীবন গঠনের আহ্বান জানান।