র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি শেকৃবি উপাচার্যের

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে (শেকৃবি) শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয় দাবি করে এখানে র‌্যাগিং, মাদক, গণরুম ও সেশনজটমুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। ‌

বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপাচার্য এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

সভায় র‌্যাগিং, মাদক, গণরুম ও সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা ব্যক্ত করেন শেকৃবিতে সদ্য ভর্তি হওয়া ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিভাবকরা।

এক অভিভাবক বলেন, আমার ছেলে চাঁদপুর মেডিকেল কলেজে ভার্তি ক্যান্সেল করে শেকৃবিতে ভর্তি হয়েছে শুধু র‌্যাগিংমুক্ত পরিবেশের আশায়। আমরা খোঁজ নিয়ে জেনেছি, এ ক্যাম্পাসে র‌্যাগিং কালচার নেই, গণরুম তুলে দেওয়া হয়েছে। আশা করি এটা অব্যহত থাকবে।

আরেক অভিভাবক তার বক্তব্যে সেশনজট কমানোর তাগিদ দেন। অন্য আরেক অভিভাবক আবাসিক হলে স্বাস্থ্যসম্মত খাবার ও জরুরি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।  

সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে শেকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ইমরান খান বলেন, বর্তমান প্রশাসন পূর্বের যে কোনো প্রশাসনের তুলনায় শিক্ষার্থীবান্ধব। ক্যাম্পাসে র‌্যাগিংয়ের কালচার আর নেই। বর্তমানে দেশের অন্য যে কোনো ক্যাম্পাসের তুলনায় শেকৃবির পরিবেশ ভালো। তারপরও কোনো শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হলে সাংবাদিকদের জানালে সহযোগিতা করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তৌহিদ আহমেদ আশিক বলেন, এ ক্যাম্পাসে আর কখনো র‌্যাগিং, গণরুম ফিরে আসতে দেবো না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, আপনাদের সন্তানকে প্রয়োজনের অতিরিক্ত টাকা দেবেন না। অতিরিক্ত টাকা তাদের নষ্টের কারণ হতে পারে।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, শেকৃবিতে শতভাগ আবাসিক সুবিধা রয়েছে। খাবারের মান আগের চেয়ে ভালো করা হয়েছে। সব আবাসিক হলের লাইব্রেরিতে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। চার বছরের মধ্যে যেন স্নাতক (সম্মান) সম্পন্ন হয় সেভাবে আমরা পরিকল্পনা প্রণয়ন করবো। অ্যান্টি র‌্যাগিং টিম গঠন করা হবে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এ বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি র‌্যাগিং, মাদক, গণরুম ও সেশনজটমুক্ত করা হবে। আপনাদের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।


পাঠকের মন্তব্য দেখুন
জানুয়ারিতে সর্বোচ্চ সংখ্যক বই দেয়া হবে: অর্থ উপদেষ্টা - dainik shiksha জানুয়ারিতে সর্বোচ্চ সংখ্যক বই দেয়া হবে: অর্থ উপদেষ্টা নিম্নমানের কাগজে ছাপা ফরাজী প্রেসের ৩০ হাজার পাঠ্যবই বাতিল - dainik shiksha নিম্নমানের কাগজে ছাপা ফরাজী প্রেসের ৩০ হাজার পাঠ্যবই বাতিল বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০ - dainik shiksha বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর কমে ১০০ বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি - dainik shiksha বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি সময় বাড়লো এসএসসির ফরম পূরণের - dainik shiksha সময় বাড়লো এসএসসির ফরম পূরণের কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে প্রকৌশল গুচ্ছ ‍টিকিয়ে রাখতে উপাচার্যদের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি - dainik shiksha প্রকৌশল গুচ্ছ ‍টিকিয়ে রাখতে উপাচার্যদের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিদেশগামী শিক্ষার্থীদের সনদ অনলাইনে সত্যায়ন যেভাবে - dainik shiksha বিদেশগামী শিক্ষার্থীদের সনদ অনলাইনে সত্যায়ন যেভাবে please click here to view dainikshiksha website Execution time: 0.0030598640441895