রাঙ্গামাটির লংগদু উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ লংগদু সরকারি মডেল কলেজের জায়গা দখলমুক্ত করতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
গতকাল মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে দখলদারদের বাড়ির সামনে অবস্থান নেন এবং দখলদারদেরকে বাড়ি ছাড়ার আহ্বান জানান। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে দখলদারদের বাড়িতে আক্রমণ শুরু করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে লংগদু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী বলেন, জায়গাগুলো কলেজের। দখলদারদের মৌখিকভাবে বার বার বললেও তারা বাসা ছাড়েননি। ফলে শিক্ষার্থীরা আন্দোলনে যেতে বাধ্য হয়।
জমি দখলে রাখা শাহাদাৎ হোসেন শিপু বলেন, এ জায়গা ক্রয়সূত্রে মালিক আমি, যার ডকুমেন্টও আমার কাছে রয়েছে। তবে আমার ধারণা ছিল বিষয়টি আইনগতভাবে দেখা হবে। কিন্তু আজ শিক্ষার্থীরা আমার বাসায় হামলা চালায়। এতে আমার বেশ ক্ষতি হয়েছে।
সুলতান আহমেদ বলেন, ২০০৩ খ্রিষ্টাব্দ থেকে খাস জায়গাতে আমি বসবাস শুরু করি। ওই সময় আমাকে ঘর বানানোর জন্য রাবেতা কলেজ কর্তৃপক্ষ কিছু টাকা দেয়, যা পরবর্তীতে আমার বেতন থেকে কেটে নেয়া হয়েছে। এ ছাড়া খাস জায়গার ওপর আমি বন্দোবস্তি পাওয়ারের জন্য আবেদন করলে আমাকে ভূমি অফিস থেকে একটি ডকেট নম্বার দেয়া হয়।