ভারতীয় শিক্ষকদের জন্য খুশির খবর। শিক্ষকদের বলা হয় সমাজ গঠনের কারিগর। ভারতীয়দের মধ্যে এই শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বিশেষ আগ্রহ দেখা যায়। শিক্ষক-শিক্ষিকা হওয়ার জন্য বিভিন্ন ট্রেনিং কোর্স প্রচলিত রয়েছে দেশে। সমাজের কথায় বলতে শোনা যায় শিক্ষকতার পেশায় যেমন রয়েছে আরাম তেমন রয়েছে অর্থ। প্রতি বছর প্রচুর প্রার্থী যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে অংশগ্রহণ করেন। তবে এবার আর কেবল দেশে নয়, সরাসরি বিদেশে চাকরির সুযোগ পেতে চলেছেন তাঁরা। ভারতীয় শিক্ষকদের জন্য খুলে গেল বিদেশে চাকরির সুযোগ। প্রায় লক্ষাধিক টাকার প্যাকেজে বিলেতে চাকরি করতে যাবেন ভারতের শিক্ষকেরা।
বর্তমানে ব্রিটেনের স্কুলগুলি শিক্ষক ঘাটতির সমস্যায় ভুগছে। স্কুলগুলিতে শিক্ষক অভাব চোখে পড়ার মতো। সূত্রের খবর, চলতি বছর ব্রিটেনে প্রায় ৪০ হাজার শিক্ষক চাকরি ছেড়েছেন। আর প্রতি তিন বছরে ব্রিটেনে শিক্ষকতা ছেড়েছেন প্রায় ২৫ শতাংশ শিক্ষক। তাই সে দেশের শিক্ষা ব্যবস্থাকে সঠিক ভাবে চালনা করতে ভারতীয় শিক্ষকদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করছে ব্রিটিশ সরকার। সূত্রের খবর, ইন্টারন্যাশনাল রিলোকেশন পেমেন্ট স্কিমের অধীনে ভারতীয় শিক্ষকদের প্রতি মাসের বেতন হবে ২.৫ লক্ষ টাকা। পাশাপাশি, তাঁরা একক ভাবে পাবেন ১০ লক্ষ টাকা। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নতুন অধিবেশনে ইংরেজি, বিজ্ঞান, গণিত বিভাগের জন্য প্রায় তিন হাজার শিক্ষককে নিয়োগ দেওয়া হবে।
ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে, আপাতত সংশ্লিষ্ট প্রকল্পটি এক বছরের জন্য শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষকদের মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে ক্লাস নিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে অতি শীঘ্রই। আশা করা যাচ্ছে, আগামী দিনে ভারত থেকে আরও অনেক ভালো শিক্ষক ব্রিটেনে পড়াতে যাবেন। প্রসঙ্গত, ব্রিটেন অধিবাসীদের বর্তমানে অন্য পেশার দিকে আগ্রহ বেড়েছে। তাই শিক্ষকতা ছেড়ে অন্যত্র যুক্ত হয়ে যাচ্ছেন তাঁরা। সেই শূন্যস্থান পূরণে নয়া সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। যার ফলে ভারতীয় শিক্ষকদের উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা খুলে গেল।