লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, ১৯ জেলে নিখোঁজ

বরগুনা প্রতিনিধি |

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নিরাপদে আশ্রয় নিয়েছে মাছ ধরার শত শত ট্রলার। উপকূলে বহাল রয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত। তবে উত্তাল সাগর থেকে ৫৬ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে কোস্টগার্ড। তবে এখনও নিখোঁজ রয়েছেন ১৯ জেলে।

এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।

তিনি বলেন, গত ৭ আগস্ট আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্ক বার্তার প্রেক্ষিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের সব স্টেশন সমুদ্রগামী সব মাছ ধরা ট্রলারকে সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ সম্পর্কে জানানো হয় এবং গভীর সমুদ্রে যেতে নিরুৎসাহিত করা হয়। তবে এর আগে সমুদ্রে থাকা মাছ ধরা ট্রলারগুলো দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ৮ আগস্ট রাত অবধি ভোলার ২টি, নোয়াখালীর ১টি, রাঙ্গাবালির ১টি এবং সর্বমোট ৬টি ফিশিং ট্রলার সাগরের মোহনা সংলগ্ন মেঘনা নদী ঢালচর এবং মহিপুরের ২০ মাইল দক্ষিণে সমুদ্রে ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে সর্বমোট ৭৫ জন জেলে ছিল। 

তিনি আরও বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে অদ্যাবধি ৫৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এখন পর্যন্ত বিভিন্ন এলাকার ১৯ জন জেলে নিখোঁজ রয়েছে বলে আমরা জানতে পারি। তাদের উদ্ধারে কোস্টগার্ডের মোট ৬টি দল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে।

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার অভিযানের অংশ হিসেবে বুধবার সকালে স্থানীয় জেলেদের সংবাদের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এফবি মা-বাবার দোয়া‌ নামের একটি জনমানবহীন মাছ ধরা ট্ররার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফিশিং বোটের ১৯ জন জেলেকে মহিপুরের স্থানীয় জেলেদের মাধ্যমে মঙ্গলবার রাতে উদ্ধার করা হয় বলে আমরা জানতে পারি। এ ছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন ও পূর্ব জোন কর্তৃক সমুদ্রগামী জাহাজের মাধ্যমে সমুদ্রে উদ্ধার অভিযান কার্যক্রম চলমান রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0026938915252686