আগামী শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করতে সরকারি-বেসরকারি স্কুলের শূন্য আসনের তথ্য এন্ট্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে টেলিটকের নির্ধারিত লিংকে প্রবেশ করে শূন্য আসনের তথ্য এন্ট্রি করতে পারছে স্কুলগুলোর প্রধানরা। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত নতুন শিক্ষার্থী ভর্তিতে স্কুলের শূন্য আসনের তথ্য এন্ট্রি করা যাবে। আগামী শিক্ষাবর্ষে দেশের সব সরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং সব মহানগরী ও জেলার সদর উপজেলার বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে লটারির মাধ্যমে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে।
গতকাল সোমবার জারি করা এক আদেশে সরকারি-বেসরকারি স্কুলগুলোকে শূন্য আসনের তথ্য এন্ট্রি করতে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক শাখার পরিচালক অধ্যপক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি-বেসরকারি স্কুলের শূন্য আসনসহ অন্যান্য তথ্য ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের লিংকে প্রবেশ করে (gsa.teletalk.com.bd) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে তা প্রদান করতে হবে।
তথ্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে সরকারি-বেসরকারি স্কুলগুলোকে কয়েকটি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। এগুলো হলো, তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠান সংলগ্ন তিনটি থানাকে ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করবেন, তথ্য ফরমে ব্যাংক সংক্রান্ত তথ্য অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর দিতে হবে, এনালগ নম্বর দেয়া যাবে না। আর রেচিস্ট্রশন ফরম পূরণের সময় কোনো প্রকার ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে তথ্যদাতারা দায়ী থাকবেন।
ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে ১৭ অক্টোবরের মধ্যে সব প্রতিষ্ঠান প্রধানকে রেজিস্ট্রেশনের ফরম পূরণ করতে বলেছে অধিদপ্তর।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।