গত মাসে যুক্তরাজ্যে নিখোঁজ হওয়া ২৩ বছরের ভারতীয় ছাত্রের লাশ উদ্ধার হলো লন্ডনের টেমস নদীতে। মিতকুমার প্যাটেল সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে এসেছিলেন এবং ১৭ই নভেম্বর তার নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। মেট্রোপলিটন পুলিশ ২১ নভেম্বর পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকার কাছে টেমস নদীতে তার মৃতদেহ উদ্ধার করে। প্যারামেডিকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মেট পুলিশ জানিয়েছে, ছাত্রের মৃত্যুকে তারা সন্দেহজনক বলে মনে করছেন না। ওই পড়ুয়া এক কৃষক পরিবারের সন্তান। তিনি গ্রামে থাকতেন। এই পরিস্থিতিতে তার মৃত্যুতে তার পরিবার বিরাট আর্থিক সমস্যায় পড়েছেন। তাই সাহায্যের হাত বাড়িয়েছে ইংল্যান্ডের এক অনলাইন সংস্থা ‘গো ফাউন্ড মি’।
তারা ইতিমধ্যেই নিহত পড়ুয়ার পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য তহবিল গড়েছে। যা অর্থ উঠবে তা মিতকুমারের পরিবারকে দেয়া হবে বলে জানানো হয়েছে।
‘গো ফাউন্ড মি মারফত ইতিমধ্যেই মিতকুমারের এক আত্মীয় পার্থ প্যাটেল ৪৫০০ পাউন্ড সংগ্রহ করেছেন বলে জানা গেছে । 'গো ফাউন্ড মি' সংস্থার তরফে জানানো হয়েছে, ''মিতকুমার প্যাটেল একজন কৃষক পরিবারের সন্তান এবং একটি গ্রামে থাকতেন। তিনি ১৭ই নভেম্বর, ২০২৩ থেকে নিখোঁজ ছিলেন। ২১ নভেম্বর পুলিশ ক্যানারি ওয়ার্ফ থেকে পানিতে তার মৃতদেহ উদ্ধার করে। এটা আমাদের সবার জন্য দুঃখজনক ছিল। তাই, আমরা তার পরিবারকে সাহায্য করার জন্য তহবিল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছি এবং তার মৃতদেহও ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ''
'ইভেনিং স্ট্যান্ডার্ড' সংবাদপত্র অনুসারে, শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি এবং অ্যামাজনে চাকরিজীবন শুরু করতে ২০ নভেম্বর ওই ছাত্রের শেফিল্ডে যাওয়ার কথা ছিল। তিনি হাঁটতে বেরিয়ে লন্ডনে যে বাড়িতে থাকতেন সেখানে আর ফিরে আসেননি। তার আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং তাকে নিখোঁজ বলে উল্লেখ করা হয় । পরে দেখা যায়, মিতকুমার প্যাটেল তার চাবিগুলো বাড়িতেই সব রেখে গেছে।
সূত্র : এনডিটিভি