লালমাটিয়া মহিলা কলেজ অধ্যক্ষের প্রশংসায় শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

আবারো রাজধানীর খ্যাতনামা লালমাটিয়া মহিলা কলেজের ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, লালমাটিয়া মহিলা কলেজের খুব বড় একটা ঐতিহ্য আছে, তারা আমাদের সারাদেশের যতগুলো মেয়েদের কলেজ আছে তারমধ্যে নানা বিচারে সেরা নির্বাচিত হয়ে আসছেন,  পুরস্কৃত হয়ে আসছেন। তার পাশাপাশি অত্যন্ত সুযোগ্য অধ্যক্ষ রফিকুল ইসলাম সাহেবের এবং গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর কবির নানক এমপির নেতৃত্বে কলেজটি উন্নত হচ্ছে প্রতিদিন, সকল ক্ষেত্রে। শুধু ডিগ্রি অর্জন নয়, মেয়েরা কলেজটিতে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন।

গত রোববার লালমাটিয়া মহিলা কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার কর্নারের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের সেলাই মেশিন ও কম্পিউটার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জন্টা ক্লাব অফ ঢাকা-২ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা জীবনের পথ চলার জন্য নানা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন। যা আমাদের বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের শিক্ষাব্যবস্থায় কোনো সরকারি বেকার চাই না, আমরা চাই সুনাগরিক, বিশ্বনাগরিক গড়ে তুলতে। সে লক্ষ্যে লালমাটিয়া মহিলা কলেজ কাজ করে চলেছে এবং জন্টা তাদের পাশে এগিয়ে এসেছে। করোনা মহামারির সময় ডিভাইসের কারণে যাদের অনলাইন শিক্ষা নিতে সমস্যা হচ্ছিল তাদেরকে তারা সেই ডিভাইস দিয়েছেন। তারা শিক্ষার্থীদের কম্পিউটার সেলাই মেশিনসহ নানা উপকরণ দিচ্ছেন। শুনে খুব ভালো লাগলো, মেয়েরা তাদের জামা কাপড় নিজেরাই তৈরি করে ফেলছেন। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই স্বাবলম্বী হয়ে ওঠার শিক্ষাটা তারা সারাজীবন কাজে লাগাবেন বলে আমি বিশ্বাস করি। কারণ, সঠিক মনোভাবটা গড়ে ওঠা খুবই প্রয়োজন। নিজের বলে বলিয়ান হওয়ার মনোভাবটা সবার মধ্যে বিশেষ করে মেয়েদের মধ্যে জেগে ওঠা অনেক বেশি প্রয়োজন। এ প্রভাবটা যদি ছোটবেলা থেকে আমরা নারীদের মনে জাগিয়ে তুলতে পারি তাহলে তারা তাদের অধিকার নিয়ে  সাম্যের বিশ্ব গড়ে তুলতে পারবেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ ড. রফিকুল ইসলাম ও জন্টা ক্লাব অফ ঢাকা-২ এর সভাপতি নিলুফার রহমানসহ কলেজ শিক্ষক-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE   করতে ক্লিক করুন।

 


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0033090114593506