নওগাঁর রাণীনগরে শতাধিক জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সদ্য পাশকৃত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ২০২৪ খ্রিষ্টাব্দে এ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত ১শত ৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন সাংসদ অ্যাডভোকেট মো. ওমর ফারুক সুমন।
এ সময় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক হিসেবে ক্রেস্ট পেয়েছেন মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর এবং শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হিসেবে বোঁহার দাখিল মাদরাসার সুপার মো. মোজাফফর হোসেন এবং শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ক্রেস্ট মধুপুর উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদরাসা পাঁচুপুর আলিম মাদরাসাকে সংবর্ধনা ও ক্রেস্ট দেয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।