গত দুই দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শতাধিক বিদ্যালয় পানিবন্দি হয়ে পড়েছে। ঢলের পানিতে ডুবে আছে ওই সব বিদ্যালয়ের আসা-যাওয়ার রাস্তা। এ কারণে বিদ্যালয়ে শিক্ষক এলেও শিক্ষার্থী আসছেন হাতেগোনা কয়েকজন। কিছু বিদ্যালয়ে যেতে নৌকাও পাওয়া যাচ্ছে না। এ কারণে কাপড় ভিজিয়েই যাতায়াত করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে আগবগজান, আমতৈল, বাহাদুরকান্দা, মাইজপাড়া, রামনাথপুর, সুদরীঘাট, চৈতা, বাদে পাগোলা, নাগডড়া, নানীয়া, কৃষ্ণপুর, বেনুয়া, খলা, গোয়াতলা, ভাটিপাড়া, গঙ্গানগর, ডুবিয়ারকানা, সাউদপাড়া, বছাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক বিদ্যালয়ের মাঠ ও বারান্দায় পানি ঢুকছে।
সুন্দরীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক বলেন, বিদ্যালয়ের মাঠ ও বারান্দায় ঢলের পানি থাকায় শিক্ষার্থীদের উপস্থিতি অনেকটা কম। বিদ্যালয়ে পাঠদান চালু আছে। আমরা বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের সার্বক্ষণিক নজর রাখছি।
উপজলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, উপজেলার ১১১টি বিদ্যালয়ের মাঠে পানি আছে। কিছু বিদ্যালয়ের ভেতরও পানি প্রবেশ করেছে। আমরা নিয়মিত প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখছি। শিক্ষকদের বলা হয়েছে শিক্ষার্থীদের ওপর সার্বক্ষণিক নজর রাখার জন্য।