শব্দদূষণ প্রতিরোধে রাজধানীর গুলশানে ভ্রাম্যমাণ আদালত ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা মহানগর) মোহাম্মদ মামুন মিয়া, মোহাম্মদ মাসুদুর রহমান পাটোয়ারী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের অপরাধে ৬টি গাড়িকে মোট ৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। মাত্রাতিরিক্ত শব্দে হর্ন বাজানোয় বেশ কয়েকটি গাড়ি আটক করে সতর্ক করা হয়।
একইসঙ্গে পরিবেশ অধিদপ্তরে বাস্তবায়নাধীন শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আয়োজনে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান-১ এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মামুন মিয়া বলেন, মাত্রাতিরিক্ত শব্দ করার অপরাধে অনেক গাড়িকে শব্দদূষণ বিধিমালার-২০০৬ এর আওতায় জরিমানা করা হচ্ছে, যা সারাদেশেই চলমান রয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে এ অভিযান চলবে।
শব্দদূষণ নিয়ন্ত্রণ ক্যাম্পেইনে গুলশান সোসাইটির প্রেসিডেন্ট সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, ভাইস প্রেসিডেন্ট ইভা রহমানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় শামসুল হুদা শব্দদূষণ নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গাড়ির মালিক এবং কনস্ট্রাকশান কাজের মালিকপক্ষকেও শব্দদূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।ক্যাম্পেইনে বাংলাদেশ স্কাউট ও গার্লস গাইডের সদস্য এবং গুলশান সোসাইটির কমিউনিটি পুলিশের সদস্যরা চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন ও বিভিন্ন গাড়িতে স্টিকার লাগাতে সহযোগিতা করেন। এখন থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত এ ধরনের ক্যাম্পেইন চলবে বলে আয়োজকরা জানান।