দৈনিকশিক্ষাডটকম, সিরাজগঞ্জ : ৩০ লাখ টাকা ঘুষের বিনিময়ে দুটি পদে স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি তাঁদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিচ্ছেন বলে সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এক প্রার্থী। গত ৪ জানুয়ারি অফিস সহায়ক পদের প্রার্থী মো. আবু হানিফ এই অভিযোগ দাখিল করেন। এ ঘটনার জেরে তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছে।
এদিকে অভিযোগ দেয়ার পরও গতকাল মঙ্গলবার বেলা ২টায় নির্ধারিত সময়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগকারী প্রার্থী মো. আবু হানিফকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ পত্রে বলা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ আহসান উল-হাবীব উচ্চবিদ্যালয়ের জন্য অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা মুন্সি ও ম্যানেজিং কমিটি ইতিমধ্যে তাঁদের পছন্দের প্রার্থীকে প্রতিশ্রুতি দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়েছেন। লোকমুখে শোনা যায় অফিস সহায়ক প্রার্থী মো. ওমর ফারুক (রেজাউল) ও কামরুল ইসলাম এবং পরিচ্ছন্নতাকর্মী পদে প্রার্থী মো. শামীম রেজার কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়েছে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি ও নিয়োগ কমিটির সদস্যসচিব।
তবে অভিযোগের কথা অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ রানা।