কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে শাপলাচত্বর, সোনালী ব্যাংক, বাংলাদশ ব্যাংক এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। অবরোধের ফলে সড়কে তীব্র যানজট তৈরি হয়, বন্ধ হয়ে যায় সব প্রকার যানবাহন চলাচল।
এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ সহ কোটা সংস্কারের দাবিতে অন্যান্য স্লোগান দিতে থাকেন।
সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর সহিংস হামলার প্রতিবাদে দুপুরে এ অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টা ২০ মিনিটের পর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা টিএসসি মোড়ে অবস্থান করেন।
সরেজমিন দেখা যায়, ছাত্রলীগের একাধিক দল মিছিল নিয়ে টিএসসি মোড়ে হাজির হতে থাকে।
এ সময় তাদের মাথায় ছিল হেলমেট এবং হাতে ছিল লাঠি।
এদিকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। বিভিন্ন হল, অনুষদ ও বিভাগ কমিটি থেকে পদত্যাগ করছেন নেতাকর্মীরা। হামলাকে 'নৃশংস' দাবি করে পদত্যাগ করছেন তারা।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।