শাবিপ্রবি ক্যাম্পাসে ছিনতাইয়ের শিকার ছাত্রী, আটক ২

শাবিপ্রবি প্রতিনিধি |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে ছিনতাইয়ের শিকার হয়েছেন পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের দাবি শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের।

রোববার (০৯ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে টিউশন থেকে ক্যাম্পাসে ফিরছেন পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী। ফেরার পথে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের পাশ এলে দুই বহিরাগত যুবক তার হাতে থাকা ফোন ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানির পর তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লুকিয়ে থাকলে (পতিত ডোবায়) সেখান থেকে ফোনসহ দুই ছিনতাইকারীকে আটক করেন নিরাপত্তা কর্মীরা। 

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, টিউশন থেকে ফেরার পথে দুই ছাত্রীহলের মাঝে এলে কেউ একজন তার হাতে থাকা মোবাইল ফোন টান দেয়। পরে চিৎকার করলে আশেপাশের লোকজন জড়ো হয়। তারা বিষয়টি প্রক্টরকে জানান। পরে প্রক্টর ও নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে হলের পাশের পতিত ডোবা থেকে তাদেরকে মোবাইলসহ আটক করা হয়।

আটকরা হলেন সুজন আহমেদ (২১), পিতা শাহনুর মিয়া, তার বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নাজিরগাঁও এলাকায় ও মঈনুল ইসলাম (১৮) পিতা আবুল হোসেন, তার বাসা টুকের বাজার এলাকায়। তারা বিশ্ববিদ্যালয়ের পাশে টিয়র বাড়ি পকেট গেট দিয়ে প্রবেশ করেছেন বলে জানা যায়। 

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, আটক দুজনকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নেওয়া হয়েছে। রেজিস্ট্রারের মাধ্যমে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে মামলা দেওয়া হবে। তাদেরকে পুলিশের মাধ্যমে অধিকতর জিজ্ঞাসাবাদ করে আরো কেউ জড়িত থাকলে বা তাদের গ্রুপে কেউ থাকলে তাদেরও শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত বছর ২৫ জুলাই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত গাজী কালুর টিলায় ঘুরতে যান বুলবুল আহমেদ। পরে সেখানে অবস্থানকালীন সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বুলবুলের। পরে তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার এক বছর পর আবারো ক্যাম্পাসে ছিনতাইয়ের পুনরাবৃত্তি ঘটলো।
 


পাঠকের মন্তব্য দেখুন
স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে - dainik shiksha স্কুলে ভর্তির আবেদন করবেন যেভাবে ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন ফিফা সভাপতি - dainik shiksha ড. ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন ফিফা সভাপতি ঘুষ চাওয়ায় ধোলা*ই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাকে - dainik shiksha ঘুষ চাওয়ায় ধোলা*ই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাকে লটারির বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নির্দেশনা - dainik shiksha লটারির বাইরে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নির্দেশনা ভর্তি হবে সন্তান, জন্মসনদের চক্রাকার ভোগান্তিতে বাবা-মা - dainik shiksha ভর্তি হবে সন্তান, জন্মসনদের চক্রাকার ভোগান্তিতে বাবা-মা একাদশের শিক্ষার্থীদের টিসির আবেদন শুরু ১৭ নভেম্বর - dainik shiksha একাদশের শিক্ষার্থীদের টিসির আবেদন শুরু ১৭ নভেম্বর বাংলাপ্রেমী শিক্ষক উইলিয়াম রাদিচে আর নেই - dainik shiksha বাংলাপ্রেমী শিক্ষক উইলিয়াম রাদিচে আর নেই কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0036301612854004