দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ওমরের বিরুদ্ধে এবার চিহ্নিত রাজাকারের সন্তান ও বিএনপির নেতা-কর্মীদের নিয়ে প্রচারণার অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে সমালোচিত এ প্রার্থীকে বর্জনের ঘোষণা দিয়েছেন রাজাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা আনুষ্ঠানিকভাবে সভা করে এমন সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে রেজুলেশনও করেছেন বলে দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী এ এইচ এম খায়রুল আলম সরফরাজ। তিনি জানান, গত ১৮ ডিসেম্বর আমরা আলোচনা করে সবার সিদ্ধান্ত নিয়ে এ রেজুলেশন করা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকেই শাহজাহান ওমর নির্বাচনী এলাকায় কাঠালিয়া ও রাজাপুরে চিহ্নিত রাজাকারের সন্তান ও স্বাধীনতা বিরোধীসহ বিএনপির লোকজন নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করেছিলাম, তিনি (শাহজাহান ওমর) আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বসবেন। কিন্তু আমাদের না ডেকেই অবহেলা করে তার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি আরো বলেন, ১৯৯১ খ্রিষ্টাব্দে বিতর্কিত নির্বাচনের সময় শাহজাহান ওমর আমাকে নিজে মারধর করেন। ওমর ও তার বাহিনীর কাছে জোট সরকার আমলে রাজাপুর-কাঠালিয়ার অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা, মামলা, লাঞ্ছিত হয়েছেন। অনেকের বাড়ি-ঘর কিংবা সম্পদও লুটে হয়েছে। নৌকায় যোগ দেয়ার পর এসব ব্যাপারেও আমাদের সঙ্গে কথা বলে দুঃখ প্রকাশ করা শাহজাহান ওমরের নৈতিক দায়িত্ব ছিলো। তাহলে আমরা সব ভুলে গিয়ে তার পক্ষে কাজ করতে পারতাম।
এ বিষয়ে মন্তব্য জানতে শাহাজাহান ওমরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।