কোটা পুনর্বহালের প্রতিবাদ ও ২০১৮ খ্রিষ্টাব্দের পরিপত্র পুনর্বহালসহ চার দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে করে বন্ধ রয়েছে আশেপাশের রাস্তায় যানচলাচল। সৃষ্টি হয়েছে যানজট ও জনভোগান্তির।
মঙ্গলবার (২ জুলাই) বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নেন কয়েক হাজার শিক্ষার্থীরা।
শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এ সময় কোটা প্রথার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন। এর আগে, বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে নীলক্ষেত হয়ে সায়েন্সল্যাব ঘুরে শাহবাগ এসে শেষ জড়ো হয়।
প্রসঙ্গত, দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ খ্রিষ্টাব্দের ৪ অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিলো, ৯ম থেকে ১৩তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো।
এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলামসহ সাত শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত ৫ জুন ২০১৮ খ্রিষ্টাব্দের জারিকৃত পরিপত্রটি। এরপর আবারো ক্যাম্পাসগুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ৩০ জুন পর্যন্ত আল্টিমেটাম দিলেও দাবি পূরণ না হওয়ায় ফের আজ থেকে মাঠে নেমেছে তারা।