দৈনিক শিক্ষাডটকম, কাঁঠালিয়া (ঝালকাঠি) : ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুলশিক্ষক হৃদয় তালুকদার অপহরণের ঘটনায় সন্দেহভাজন এক র্যাব সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পৃথক স্থান থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- র্যাব সদস্য মেহেদী হাসান মাহফুজ (২৬) ও রবিউল ইসলাম সোহেল (২৭)। মেহেদী র্যাব-৬ খুলনায় কর্মরত ও ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের মো. আলম হাওলাদারের ছেলে এবং রবিউল ওই উপজেলারই রাজপাশা গ্রামের মো. মোস্তফা বেপারীর ছেলে।
জানা যায়, উপজেলার তারাবুনিয়া গ্রামের সেলিম তালুকদারের ছেলে মো. হৃদয় তালুকদার বাহাদুর (২৭) পাশের রাজাপুর উপজেলার গালুয়া কৈবর্তখালী জিকে মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটর ল্যাব অপারেটর পদে চাকরি করেন। গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে হৃদয় তার কর্মস্থল থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফেরার পথে কৈখালী বাজারের টেম্পুস্ট্যান্ড থেকে তাকে র্যাব পরিচয়ে অপহরণ করা হয়।
পরে ওই শিক্ষকের হ্যান্ডকাপ পরা ছবি তুলে তার স্ত্রীর কাছে পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা এ সময় একটি বিকাশ নম্বর পাঠায় টাকা পাঠানোর জন্য।
এ ঘটনায় ওই শিক্ষকের বাবা সেলিম তালুকদার বাদী হয়ে সেই রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ অপহরণকারীদের পাঠানো বিকাশ নম্বরের সূত্র ধরে ভান্ডারিয়া উপজেলার লক্ষীপুরা গ্রামের একটি বাগান থেকে হৃদয়কে আহত অবস্থায় উদ্ধার করেন।
কাঁঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।