দৈনিক শিক্ষাডটকম, চট্টগ্রাম :
শিক্ষকদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার পদ ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। একমাত্র রাষ্ট্রপতি নির্দেশ দিলেই বা নতুন উপাচার্য নিয়োগ হলেই তিনি পদ ছাড়বেন বলে জানিয়েছেন।
সোমবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
চবি উপাচার্য ড. শিরীণ আখতার বলেছেন, রাষ্ট্রপতি আমাকে উপাচার্য পদ থেকে সরে যাওয়ার চিঠি না দিলে আমি পদ ছাড়বো না। শিক্ষক সমিতির ক্ষমতা থাকলে তারা গিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে আমাকে সরানোর চিঠি নিয়ে আসুক।
উপ-উপাচার্য বেনু কুমার দের পদত্যাগ দাবির প্রসঙ্গে উপাচার্য আরো বলেন, উপ-উপাচার্যের পদত্যাগের তো কোনো প্রশ্নই আসে না। তার আরো দুই বছর আছে।
তিনি আরো বলেন, শিক্ষক সমিতি যদি একজনকে উপাচার্য করে নিয়ে আসেন তাহলে আমি সসম্মানে পদ ছেড়ে দেবো। আমি তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবো। দেখি তারা কেমন পারে।
উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, আমি আড়াই বছরে কোথায় ৭৩ এর অ্যাক্ট লঙ্ঘন করেছি? এটা কি তারা প্রমাণ দেখাতে পারবেন? শিক্ষক সমিতির কোনো নেতারা আমাদের কাছে দাবি দাওয়া উত্থাপনের জন্য কখন অ্যাপয়েনমেন্ট নেন নাই। এটা হলো শিষ্টাচার। আমি যখন শিক্ষক সমিতির সভাপতি তখন ছাত্র ছাত্রী থেকে শুরু সবার দাবি আমি মহামান্যের কাছে তুলে ধরেছি। আমি শিক্ষকদের পারিতোষিক নিয়ে কাজ করেছি। আমি তো শিক্ষকদের জন্য সবই করেছি।