দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: চলতি মাসের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশে করতে পারছে না এনটিআরসিএ। যদিও ঈদুল ফিতরের আগে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান আশা প্রকাশ করেছিলেন যে চলতি এপ্রিল মাসেই ফল প্রকাশের পরিকল্পনা।
জানা যায়, চলতি মাসের শেষে প্রকাশের পরিকল্পনা অনুযায়ী কাজ করলেও তা সম্ভব হচ্ছেন। সে ক্ষেত্রে মে মাসে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাজের অগ্রগতি বিবেচনায় চলতি মাসে ফল প্রকাশের সম্ভাবনা খুবই ক্ষীণ।
গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা এবং বিকেলে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার জন্য প্রায় ১৮ লাখ ৬৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেছেন। প্রার্থীদের মোট তিন ধাপে-প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। এর পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ জন প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।