প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপে নড়াইল জেলার গোহাগড়া উপজেলার তামিম খানের বদলে পরীক্ষা দিয়েছেন তার ভাড়া করা লোক। এ অভিযোগ একই উপজেলার রুবেল হাসান নামে আর এক চাকরি প্রার্থীর।
অভিযোগকারীর দাবি, উত্তরপত্রের ওপরের অংশে বাংলাদেশ সম্পর্কে বাংলায় ৩টি ও ইংরেজিতে ২টি বাক্য এবং প্রার্থীর নাম, বাবা ও মায়ের নাম লেখার সঙ্গে ওই প্রার্থীর হাতের লেখার মিলিয়ে দেখলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় একই একমাত্র জালিয়াতির ঘটনা নয়। প্রক্সি পরীক্ষার দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষার হল থেকেই ভাই-বোন, কক্সবাজার সিটি কলেজ থেকে দুজনকে আটক করা হয়। পরীক্ষার পরও অনেক জালিয়াতির খবর বেরিয়ে আসছে।
এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগে সদ্য অনুষ্ঠিত ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা পরীক্ষা গত মঙ্গলবার স্থগিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে প্রশ্নফাঁসের বিষয়টি তদন্তেরও নির্দেশ দিয়েছে। ফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৬ হাজার পরীক্ষার্থী ভাইভা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
জানা গেছে, হাইকোর্টের নির্দেশের পর করণীয় ঠিক করতে শিগগিরই বৈঠকে বসবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর মধ্যে আপিলের নিষ্পত্তি না হলে ভাইভা আপাতত স্থগিত রাখা হবে।
হাইকোর্টের রায়ের পর কী ভাবছে মন্ত্রণালয় জানতে চাইলে গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ বলেন, রায়ের কপি পেলে পরবর্তী করণীয় ঠিক করবো।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, এ রায়ের পর করণীয় ঠিক করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মন্ত্রণালয়ের আইন শাখার কর্মকর্তাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত হবে। তার মধ্যে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলা হবে। আপিলে যদি হাইকোর্টের রায় বাতিল হয় তাহলে ভাইভা নিতে কোনো সমস্যা থাকবে না।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা বাদে) এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা স্থগিত রাখার আদেশ দেয়। একই সঙ্গে প্রশ্নফাঁস হয়েছে কি না তা তদন্ত করার নির্দেশ দেয়।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।